সিরাজগঞ্জে বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল
মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় শুক্রবার বাদ জুম্মা কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ নভেম্বর) কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু আগত মুসুল্লিদের নিকট বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া চান।
এ সময় সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ আবু বকর সিদ্দিকী দোয়া মাহফিল পরিচালনা করেন।
এসময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মজিবর রহমান লেবু, মকবুল হোসেন চৌধুরী, গাজী আজিজুর রহমান দুলাল, নাজমুল হাসান তালুকদার রানা, ডা.এম এ লতিফ,আলহাজ্ব আব্দুল কাদের সেখ, আসলাম পারভেজ, যুগ্ম -সম্পাদক নুর কায়েম সবুজ, সাংবাদিক হারুন অর রশিদ খান হাসান, মুন্সি জাহেদ আলম, সাব্বির হোসেন ভুঁইয়া সাফী, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামানসহ জেলা বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক মুসুল্লিগণ উপস্থিত ছিলেন।