উল্লাপাড়ায় ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর মহিলা কর্মিদের মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে উপজেলার পূর্ণিমাগাঁতী ইউপি নির্বাজনে আওয়ামীলীগ প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোঃ আলামিন সরকারের মহিলা কর্মিদের মারপিট ও অবরুদ্ধ করে রাখার অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলামিন সরকার ।
বুধবার বেলা ১২ টার দিকে পূর্ণিমাগাঁতী ইউনিয়নের কোনাগাঁতী বাজার চেয়ারম্যান মার্কেটে এই সংবাদ সম্মেলন করেন ।
সংবাদ সম্মেলনে আওয়ামীলীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী আলামিন সরকার অভিযোগ করে বলেন, আওয়ামীলীগ মনোনীত নৌকার চেয়ারম্যান প্রার্থী মোঃ রেজাউল ইসলাম তপন ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি’র নেতৃত্বে তার সমর্থকদের প্রতি নিয়ত ভয়-ভিতি দেখানো হচ্ছে। ভোটের দিন প্রকাশ্যে নৌকায় ভোট দিতে বলা হচ্ছে, বিভিন্ন এলাকায় তার এজেন্টদের ভয় দেখানো হচ্ছে। এছাড়াও প্রতিক বরাদ্দেরে পর থেকে আওয়ামীলীগের প্রার্থীর সন্ত্রাসী বাহিনীরা হামলা-ভাংচুর, মারপিট, প্রচার প্রচারনায় বাধা সৃষ্টি, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করচ্ছে।
এসময় মোটরসাইকেল প্রতিকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আলামিন সরকার আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিয় নির্বাচন সুষ্ঠ ও অবাধ নির্বাচনের পরিবেশ সৃষ্টির জন্য নির্বাচন কমিশনের প্রতি অনুরোধ জানান।
মোঃ আব্দুস ছাত্তার
উল্লাপাড়া, সিরাজগঞ্জ