সিরাজগঞ্জে ৭ কেজি গাঁজাসহ শাহারুল গ্রেফতার
মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ০৭ কেজি গাঁজাসহ শাহারুল ইসলাম (৪০) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২২ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধুর সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন এতথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার গভীর রাতে
গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাধী গোল চত্বর এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসিয়ে ঢাকা গামী যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ০৭ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী শাহারুল ইসলাম মেহেরপুর জেলার ধর্মচাকী গ্রামের শাহবাজ আলীর ছেলে।
বঙ্গবন্ধুর সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাদ্দেক হোসেন আরও জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর চোখ ফাকি দিয়ে নানা উপায়ে জেলার বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে পরিচালনা করে আসছিলেন
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামী শাহারুল ইসলাম (৪০) এর বিরুদ্ধে বঙ্গবন্ধুর সেতু পশ্চিম থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে। উদ্ধারকৃত মাদকসহ আজ সকালে বিজ্ঞ আদালতের মাধ্যম জেল হাজতে প্রেরণ করা হয়েছে।