চৌহালীতে মুক্তিযোদ্ধার বাড়িতে সিঁধ কেটে নগদ টাকাসহ মালামাল চুরি
চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের চৌহালীতে এক মুক্তিযোদ্ধার বাড়িতে গভীর রাতে সিঁধ কেটে চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার রাতে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিনানই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত ওহিদ্দুলার বাড়িতে সিঁধ কেটে নগদ ২ লক্ষ ৪০ হাজার টাকা সোনার গহনা, এলইডি টিভি, শাড়ি-থ্রিপিস সহ প্রায় ৬ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
ভুক্তভোগী পরিবার জানান, আমরা বাড়িতে কেউ ছিলাম না এই সুযোগে চোর গাছ বেয়ে বাড়িতে ঢুকে সিঁধ কেটে ঘড়ে থাকা ট্রাংক ভেঙে জমি ক্রয় করার জন্য রাখা নগদ ২ লক্ষ ৪০ হাজার টাকা, সোনার গহনা, একটি এলইডি টিভি, শাড়ি-থ্রিপিস ও প্রয়োজনীয় জিনিসপত্র সহ প্রায় ৬ লক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে যায়।
এ বিষয়ে চৌহালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি, বিষয়টি গুরুত্ব সহকারে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে