বাগবাটী ইউনিয়নে ১ শতাধিক তালগাছ রোপণ কর্মসূচী উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক :
মুজিব শতবর্ষে অঙ্গীকার করি,সোনার বাংলা সবুজ করি এই স্লোগান কে সামনে রেখে বৃক্ষরোপণ কর্মসূচি বাগবাটি ইউনিয়নে ঘোরাচরা গ্রামের কড়িতলা থেকে ঘোড়াচরা উচ্চ বিদ্যালয়ে প্রাঙ্গনে তাল গাছের চারা রোপন করা হয়েছে। ঘোড়াচরা গ্রামের রাস্তার দু’পাশে সাড়ি সাড়ি ১শতাধিক তালের বীজ রোপন করা হয় ।
ইতিপূর্বে ২০১০ সাল থেকে মোঃ আবুল কালাম আজাদ তিনি সিরাজগঞ্জ জেলার বিভিন্ন উপজেলা ও সিরাজগঞ্জ সদর সহ – জেলার বিভিন্ন যায়গাঁয় এধরনের মৎ উদ্দোগ তিনি ব্যাক্তিগত ভাবে করে আসছেন। এবং নিঃস্বার্থভাবে তিনি এ ভালো কাজ করে চলেছেন । বজ্রপাত রোধ করার জন্য তিনি প্রতিনিয়ত নিজ দায়িত্বে এ ধরনের উদ্দোগ গ্রহণ করে যাচ্ছেন । পাশাপাশি এধরনের কাজে মানুষকে জনসচেতনতা বৃদ্বির পাশাপাশি সকলকে আহবান জানিয়েছেন। তার এ কাজে স্থানীয় জনগণ ধন্যবাদ জানান এ কাজ খুবই প্রশংসনীয়।
বৃহস্পতিবার (২১ অক্টোবর ) মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষ্যে সকাল ১১ টায় তাল গাছ রোপণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগবাটি ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান ফরিদ উদ্দিন আক্তার লেবু।
এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালগাছ রোপন কর্মসূচির প্রধান উদ্যোক্তা আবুল কালাম আজাদ আজাদ,ঘোরাচরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম,
ঘোরাচরা ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মোঃ হায়দার আলী এবং অত্র স্কুলের শিক্ষক/ শিক্ষিকা ও ছাত্র ছাত্রীরা উপস্থিত ছিলেন।