সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আলোচনাসভা, পুরস্কার বিতরণও দোয়া মাহফিল অনু্ষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ১২ ই রবিউল আওয়াল ১৪৪৩ হিজরী। মানবতার মুক্তিরদূত বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জন্মদিন ও ওফাত দিবস। সাড়ে ১৪০০ বছর পূর্বে ৫৭০ খ্রিষ্টাব্দে, হিজরীর ১২ ই রবিউল আওয়াল মাসের মোক্কা নগরীর কোরাইশ বংশে জন্মগ্রহণ করেন। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ এ রাসূল (সাঃ) । ইসলামের সুমহান দ্বীন ও জীবন বিধান প্রচার শেষে ৬৩ বছর বয়সে ৬৩২ খ্রিষ্টাব্দে ১১হিজরীর এ দিনে ইন্তেকাল করেন। এ দিনটি বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত গুরুপূর্ণ ও তাৎপর্য পূর্ণ। এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এ মহামানবের জন্ম ও মৃত্যু একই দিন হলেও মুসলমানেরা দিনটিকে পবিত্র হিসেবে পালন করে আসছে।
এ উপলক্ষে- সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে,- এক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনু্ষ্ঠিত হয়েছে।
শনিবার (২০অক্টোবর) সকালে সিরাজগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে- উক্ত অনু্ষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
তিনি বলেন, হযরত মোহাম্মদ (সাঃ) নবুয়ত প্রাপ্তির আগেই “আল আমীন” নামে খ্যাতি অর্জন করেন। তার এ খ্যাতি ছিলো ন্যায়, নিষ্ঠা, সততা, ও সত্যবাদীতার ফল। তার মধ্যে সন্মিলন ঘটেছিলো সমুদয় মানবীয় সৎগুণের করুণা, ক্ষমাশীল, বিনয়, সহিষ্ণুতা, সহমর্মিতা, শান্তিবাদিকতা, আধ্যাত্মিকতার পাশাপাশি কর্মময়তা ও ছিলো তার জীবনের একটি গুরুপূর্ণ দিক। ইসলামের নবী হিসেবে বিশ্ব মানবতার মুক্তি ও কল্যাণ প্রতিষ্ঠা ছিলো তার ব্রত। ধর্ম -বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে তার শ্রেষ্ঠ ও মানবিক গুণাবলী সবকালে সর্বদেশে স্বীকৃত।
এতে সভাপতিত্ব করেন, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে, এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি হেলাল আহমেদ, জেলা ইমাম সমিতির সভাপতি ও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবুল বক্কার সিদ্দিক ও মাওলানা মোঃ রেজাউল করিম, সিরাজগঞ্জ মসজিদুল কোবার খতিব হযরত মাওলানা রুহুল আমিন, জজ কোর্ট জামে মসজিদের খতিব হযরত মাওলানা রেজাউল করিম প্রমুখ।
দোয়া ও মোনজাত পরিচালনা করেন, সিরাজগঞ্জ কালেক্টরেট মসজিদের খতিব হযরত মাওলানা আবুবকর সিদ্দিক।