সিরাজগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আলোচনাসভা, পুরস্কার বিতরণও দোয়া মাহফিল অনু্ষ্ঠিত।

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ১২ ই রবিউল আওয়াল ১৪৪৩ হিজরী। মানবতার মুক্তিরদূত বিশ্ব নবী হযরত মোহাম্মদ (সাঃ) এর জন্মদিন ও ওফাত দিবস। সাড়ে ১৪০০ বছর পূর্বে ৫৭০ খ্রিষ্টাব্দে, হিজরীর ১২ ই রবিউল আওয়াল মাসের মোক্কা নগরীর কোরাইশ বংশে জন্মগ্রহণ করেন। সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ এ রাসূল (সাঃ) । ইসলামের সুমহান দ্বীন ও জীবন বিধান প্রচার শেষে ৬৩ বছর বয়সে ৬৩২ খ্রিষ্টাব্দে ১১হিজরীর এ দিনে ইন্তেকাল করেন। এ দিনটি বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত গুরুপূর্ণ ও তাৎপর্য পূর্ণ। এ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ এ মহামানবের জন্ম ও মৃত্যু একই দিন হলেও মুসলমানেরা দিনটিকে পবিত্র হিসেবে পালন করে আসছে।

এ উপলক্ষে- সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে,- এক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনু্ষ্ঠিত হয়েছে।

শনিবার (২০অক্টোবর) সকালে সিরাজগঞ্জ সার্কিট হাউজ মিলনায়তনে- উক্ত অনু্ষ্ঠানে

প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
তিনি বলেন, হযরত মোহাম্মদ (সাঃ) নবুয়ত প্রাপ্তির আগেই “আল আমীন” নামে খ্যাতি অর্জন করেন। তার এ খ্যাতি ছিলো ন্যায়, নিষ্ঠা, সততা, ও সত্যবাদীতার ফল। তার মধ্যে সন্মিলন ঘটেছিলো সমুদয় মানবীয় সৎগুণের করুণা, ক্ষমাশীল, বিনয়, সহিষ্ণুতা, সহমর্মিতা, শান্তিবাদিকতা, আধ্যাত্মিকতার পাশাপাশি কর্মময়তা ও ছিলো তার জীবনের একটি গুরুপূর্ণ দিক। ইসলামের নবী হিসেবে বিশ্ব মানবতার মুক্তি ও কল্যাণ প্রতিষ্ঠা ছিলো তার ব্রত। ধর্ম -বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে তার শ্রেষ্ঠ ও মানবিক গুণাবলী সবকালে সর্বদেশে স্বীকৃত।

এতে সভাপতিত্ব করেন, ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে, এম হোসেন আলী হাসান, সিরাজগঞ্জ প্রেসক্লাব এর সভাপতি হেলাল আহমেদ, জেলা ইমাম সমিতির সভাপতি ও কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আবুল বক্কার সিদ্দিক ও মাওলানা মোঃ রেজাউল করিম, সিরাজগঞ্জ মসজিদুল কোবার খতিব হযরত মাওলানা রুহুল আমিন, জজ কোর্ট জামে মসজিদের খতিব হযরত মাওলানা রেজাউল করিম প্রমুখ।

দোয়া ও মোনজাত পরিচালনা করেন, সিরাজগঞ্জ কালেক্টরেট মসজিদের খতিব হযরত মাওলানা আবুবকর সিদ্দিক।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.