শাহজাদপুরে বিশাল আকৃতির গাঁজা গাছসহ চাষী গ্রেফতার
মাসুদ রেজা, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে ১২ কেজি ওজনের একটি বিশাল গাঁজা গাছসহ মোঃ হোসেন আলী নামের এক গাজা চাষীকে গ্রেফতার করেছে শাহজাদপুর থানা পুলিশ।
রবিবার (১০ অক্টোবর) সন্ধায় উপজেলার পোতাজিয়া ইউনিয়নের প্রত্যন্ত নুরালনগর গ্রামে অভিযান পরিচালনা করে ১২ কেজি ওজনের বিশাল আকৃতির মোটাতাজা গাঁজার গাছসহ তাকে আটক করা হয়। হোসেন আলী পোতাজিয়া ইউনিয়নের প্রত্যন্ত নুড়ালনগর গ্রামের মৃত মাজেম আলী প্রামানিকের ছেলে।
শাহজাদপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) শাহিদ মাহমুদ খাঁন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শাহজাদপুর থানার এসআই (নিঃ) মোঃ আবু তাহের ও এএসআই মোঃ নাজমুল, এএসআই মোঃ মকবুল হোসেন এবং সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালান করিয়া ১২ কেজি ওজনের একটি গাঁজার গাছ উদ্ধার করি এবং হোসেন আলীকে আটক করে থানায় নিয়ে আসি। হোসেন আলী নিজেও গাঁজা সেবন করেন এবং বিক্রির সাথেও তিনি জড়িত বলে তিনি জানান।
গ্রেফতারকৃত গাঁজা চাষী হোসেন আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে সোমবার শাহাজদপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।