উল্লাপাড়ায় মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস সাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা মহিলা আওয়ামী লীগ, ইউনিয়ন ও ওয়ার্ড মহিলা আওয়ামী লীগকে আরো গতিশীল ও শক্তিশালী করে গড়ে তোলার জন্য উপজেলা মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার উল্লাপাড়া উপজেলা আওয়ামিলীগ কার্যালয়ে উপজেলা মহিলা আওয়ামী লীগ আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । আলোচনা সভার সভাপতি উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মোছাঃ কামরুন্নাহার আলোর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ -৪ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা বেগম স্বপ্না, প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপিকা হাসনা হেনা, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক ডঃ জান্নাত আরা হেনরী, উপজেলা মহিলা আওয়ামী লীগের উপদেষ্টা মাহীন ইমাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ ফয়সাল কাদের রুমি, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোছাঃ লাভলী পারভীন, মোছাঃ আফরোজা ইয়াসমিন লিপি প্রমুখ ।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উপজেলা মহিলা আওয়ামী লীগর সাধারণ সম্পাদক রিবলী ইসলাম কবিতা ।