উল্লাপাড়ায় ট্রেন ইঞ্জিন বিকল হওয়ায় যাত্রী দুর্ভোগ, সাড়ে ৩ ঘন্টা পর যাত্রা
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস সাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকার সাথে উত্তর-পশ্চিম অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ট্রেন যাত্রীরা চরম দুর্ভোগে পড়ে । সাড়ে ৩ ঘন্টা পর আবার গন্তব্য স্থলে যাত্রা শুরু করে ।
রবিবার বেলা ১২ টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুর গামী রংপুর এক্সপ্রেস ট্রেনটি উল্লাপাড়া রেলওয়ে স্টেশন পার হয়ে উল্লাপাড়া- মোহনপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে রাস্তায় দাড়িয়ে যায় । এ সময় ঢাকার সাথে উত্তর-পশ্চিম অঞ্চলের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় । এ অবস্থায় পথিমধ্যে ওই ট্রেনের যাত্রীরা চরম দুর্ভোগে পরে । বিকেল ২ টা ৩০ মিনিটে ঢাকা গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন মোহনপুর রেলওয়ে স্টেশনে দাঁড় করায় তার ইঞ্জিন দিয়ে বিকল ট্রেনের ইঞ্জিন ও বগি উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে নিয়ে আসে ।
উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার এস এম হায়দার আলী জানান বিকল ট্রেনটি উদ্ধারের জন্য রিলিফ ট্রেন চাওয়া হয় । রিলিফ ট্রেন আসা দেড়ি হওয়ায় বিকল্প ব্যবস্থায় বেলা আড়াইটার সময় ঢাকা গামী পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন মোহনপুর রেলওয়ে স্টেশনে এসে দাঁড়ালে ওই ট্রেনের ইঞ্জিন দিয়ে বিকল ট্রেনটি উদ্ধার করে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন নিয়ে আসা হয় । সাড়ে ৩ টার দিকে উদ্ধার কারি ট্রেনের ইঞ্জিন দিয়ে রংপুর এক্সপ্রেস ট্রেনটি তার গন্তব্যে দিকে রওনা হয় । ঢাকা সাথে উত্তর-পশ্চিম অঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক নিয়মেই এখন চলছে ।
ঢাকার সাথে উত্তর-পশ্চিম অঞ্চলের প্রায় সাড়ে ৩ ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল ।