সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ সেপ্টেম্বর) দিনব্যাপী সিরাজগঞ্জ শহরের এস,এস রোডস্থ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এ বর্ধিত সভা করা হয়।
সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব কে, এম হোসেন আলী হাসানের সভাপতিত্বে ও সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ তালুকদারের সঞ্চালনায় বর্ধিত সভায় উপস্থিত ছিলেন,- সিরাজগঞ্জ-২ (সদর-কামাখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ মোঃ হাবিবে মিল্লাত মুন্না এমপি, সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ,তাড়াশ,সলঙ্গা) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো: আব্দুল আজিজ এমপি। সিরজাগঞ্জ জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু ইউসুফ সূর্য, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস, বীর মুক্তিযোদ্ধা ফিরোজ ভুইয়া, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল খান, মুক্তিযোদ্ধা হাজী ইসহাক আলী, বকুল সরকার, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল বারী শেখ, জেলা আওয়ামীলীগের সাংঠনিক সম্পাদক আব্দুল হান্নান খান, হালিমুল হক মীরু, সাবেক কাউন্সিলর সেলিম আহমেদ, বাংলাদেশ মহিলা আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, সিরাজগঞ্জ জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও সংরক্ষিত আসনের সাবেক নারী সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না এমপি, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক গাজী সোহরাব আলী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আনোয়ার পারভেজ লিমন, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কাজী সেলিনা পারভিন পান্না, সিরজগঞ্জ জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট কায়সার আহমেদ লিটন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শামছুজ্জামান আলো, উপ দপ্তর সম্পাদক এহসান আলী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ রিয়াজ উদ্দিন , সিরাজগঞ্জ পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান ইমরুল হাসান তালুকদার ইমন সহ সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের নেত্রীবৃন্দ ও সকল উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।
সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের আসন্ন সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার জন্য উপস্থিত নেত্রীবৃন্দ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।