উল্লাপাড়ায় এইচ টি ইমাম স্মৃতি নৌকাব বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বঙ্গবন্ধুর জম্মশত বার্ষিকী উপলক্ষে এইচ টি ইমাম স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার উপজেলার সোনতলা সেতু সংলগ্ন করতোয়া নদীতে এইচ টি ইমাম স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য জনাব তানভীর ইমাম এর পক্ষে উল্লাপাড়া উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা ।
এ সময় উপস্থিত ছিলেন এইচ টি ইমাম স্মৃতি নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজক কমিটির সভাপতি, সলপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শওকত ওসমান, সাধারণ সম্পাদক দূর্গানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ আফছার আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জল, উপজেলা বিআরডিপি এর চেয়ারম্যান খান সুলতান হাফিজ প্রমুখ ।
প্রথম দিন ১৪ নৌকা ৭টি দলে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। দ্বিতীয়দিন শনিবার আবার ওই নৌকা গুলো দ্বিতীয় রাউন্ড প্রতিযোগিতা করবে ।
আগামী রবিবার সেমিফাইনাল এবং সোমবার ফাইনাল নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ।