সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে পৃথক দুর্ঘটনায় বৃদ্ধসহ নিহত ২

মাসুদ রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জে তাড়াশের ভিকমপুর গ্রামে সেচ পাম্পে গোসল করতে গিয়ে বিদ্যুৎ পিষ্ট হয়ে আব্দুর রহিম আকন্দ(২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে উপজেলার ভিকমপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।

শনিবার (১১ সেপ্টেম্বর) সকালে বাড়ির পার্শবর্তী বিদ্যুৎ চালিত সেচ পাম্পে গোসল করতে গিয়ে ওই যুবক বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ দুপুরে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে।

এ ছাড়া কামারখন্দ উপজেলার রসুলপুর নামক স্থানে ট্রেনে কাটা পড়ে আবদুল মন্ডল(৬১) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। সে উপজেলার রসুলপুর পশ্চিমপাড়া গ্রামের মৃত জামাল মন্ডলের ছেলে। শনিবার(১১ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে বৃদ্ধ আবদুল মন্ডল রেললাইন পার হচ্ছিলেন।

এ সময় রাজশাহী গামী ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তাহার মৃত্যু হয়। দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্দার করে এবং কোন অভিযোগ না থাকায় বিকেলে তার লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে উভয় দুর্ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।