সিরাজগঞ্জে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক ঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৯ সেপ্টেম্বর সিরাজগঞ্জে জেলা মহিলা দলের আয়োজনে নানা কর্মসূচী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর ) জাতীয়তাবাদী মহিলা দলের ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে ই, বি রোডস্থ দলীয় কার্যালয়ে সকাল ৬.০১ মিনিটে জাতীয় ও দলীয় পতাকার উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হয় ।
সকাল ১১ টায় শহীদ পেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিত্বে মাল্য দান।
ও বিকেলে দলীয় কার্যালয়ে বাদ আছর পবিত্র কোরআন খানি, দোয়া অনুষ্ঠিত হয়। সন্ধায় মহিলা দলের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠানে মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন হাসির সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন, জেলা বিএনপি সভাপতি ও সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনের (সাবেক) সংসদ সদস্য বেগম রুমানা মাহমুদ।
প্রধান বক্তৃা হিসেবে বক্তব্যে রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার বিএনপি এর সহ- সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, খ ম রকিবুল হাসান রতন, যুগ্ম- সাধারণ রাশেদুল হাসান রঞ্জন, অমর কৃষ্ণ দাস, সাংবাদিক হারুন অর রশীদ খান, হাসান ,সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ, সাংগঠনিক সম্পাদক মিলন হক রঞ্জু, যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু, সাধারন সম্পাদক মো. মোরাদুজ্জামান মুরাদ, জেলা মহিলা দলের নেত্রী মোছা. সালমা খাতুন,মোছা. এলেমা বেগম, জেলা ছাত্র দলের নেতা মো. জহুরুল ইসলাম, সহ দলীয় নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।
প্রধান অতিথি বেগম রুমানা মাহমুদ বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি একটি শক্তিশালী দল। এই দলকে জন্ম দিয়েছে শহীদ পেসিডেন্ট জিয়াউর রহমান তার নেতৃত্বে আজও সারা বাংলাদেশ জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বলে তিনি দাবী করেন। ৯ সেপ্টেম্বর বাংলাদেশের সকল জেলাতে ৪৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হচ্ছে তারই ধারাবাহিকতায় সিরাজগঞ্জ জেলা মহিলা দলের আয়োজনে সকালে জাতীয় ও
দলীয় পতাকা উত্তোলন,শহীদ পেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি কৃতিতে মাল্য দান, ও , পবিত্র কোরআন খানি দোয়া, ও আলোচনা সভা আয়োজন করার জন্য জেলা বিএনপির সকল নেতা কর্মীদের কে ধন্যবাদ দেন।
অনুষ্ঠান টি সঞ্চালন করেন জোৎস্না মণ্ডল।
