তাড়াশে পানিতে ডুবে শিশুর মৃত্যু
লুৎফর রহমান, তাড়াশ:
সিরাজগঞ্জের তাড়াশে পানিতে ডুবে আড়াই বছর বয়স বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রাম পুর্বপাড়া সাত্তারের ছেলে সোহাগ হোসেন । এলাকাবাসী সুত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শিশু সোহাগ বাড়ির উঠানে খেলা করছিল।
এ সময় তার মা কাজে ব্যাস্ত ছিলেন। চারিদিকে বর্ষার পানি থাকায় উঠানের কাছেই সবার অগোচরে ডুবে যায়। একর্পযায়ে বড়মেয়ে এসে শিশু সোহাগের খোঁজাখুঁজি করে। এ সময় বাড়ির উঠানে পানির মধ্যে ভেসে ওঠে শিশু। পরে তাকে উদ্ধার তাড়াশ হাসপাতালে নেয়া হয়।
তাড়াশ হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. সুজন দাস জানান, শিশু সোহাগকে মৃত অবস্থায় হাসাপতালে নিয়ে আসা হয়েছে।।
