সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার উপরে, জনজীবনে দুর্ভোগ
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও ভারী বর্ষনে এক সপ্তাহ যাবৎ সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চল বন্যা কবলিত হয়ে পড়েছে কয়েক হাজার পরিবার। যমুনার পানি বাড়ায় সিরাজগঞ্জের নদী তীরবর্তী ও নিম্নাঞ্চলের মানুষের দুর্ভোগ বাড়ছে। জেলার পাঁচটি উপজেলার অন্তত অর্ধ লাখ মানুষ ইতিমধ্যেই বন্যা কবলিত হয়ে পড়েছে। এসব এলাকায় গো খাদ্য সংকট দেখা দিয়েছে। বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ শুরু করেছে জেলা প্রশাসন।
গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে যমুনার পানি ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৪৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অপরদিকে, কাজিপুর মেঘাইঘাট পয়েন্টেও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার পানি।
বুধবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় যমুনা নদীর পানি বৃদ্ধির বিষয়টি নিশ্চিত করেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের শহর রক্ষা বাঁধ পয়েন্টের গেজ মিটার (পানি পরিমাপক) আব্দুল লতিফ। আব্দুল লতিফ জানান, গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে ৯ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে যমুনা নদীর তীরবর্তী জেলার চৌহালী ও এনায়েতপুরের বেশ কয়েকটি স্থানে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। একদিনে ভাঙনে চৌহালী উপজেলার খাসপুকুরিয়া থেকে বাগুটিয়া পর্যন্ত তিন কিলোমিটার ব্যাপী এলাকার বিনানই, চরসলিমাবাদ ও এনায়েতপুরের ব্রাহ্মণগ্রামের অন্তত ২০টি বসতভিটাসহ বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। ভাঙন কবলিত এলাকায় ঘরবাড়ি, গাছপালা সরিয়ে নিচ্ছে ক্ষতিগ্রস্তরা। বন্যা কবলিত হয়ে পড়া জেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে মানুষের দুর্ভোগ বাড়ছে।
এ সব এলাকার বসতবাড়ি ও রাস্তাঘাটে পানি উঠে পড়ায় বিপাকে রয়েছেন দুর্গতরা। বন্যা কবলিত এলাকার বিস্তীর্ণ ফসলি জমি তলিয়ে যাওয়ায় নষ্ট হচ্ছে রোপা আমন ক্ষেত ও বীজতলা, আখ, পাটসহ সবজিবাগান। বসতবাড়ীতে পানি ওঠায় ঘরবাড়ি ছেড়ে অনেকেই বাঁধ ও উঁচু জায়গায় আশ্রয় নিয়েছে। টিউবয়েল তলিয়ে যাওযায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে, শৌচাগার তলিয়ে যাওয়ায় নারীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় নৌকায় চলাচল করছে বন্যার্ত নারী-পুরুষরা।
এছাড়া পানি বাড়ার সাথে নদীতীরবর্তী এলাকায় ভাঙ্গন দেখা দেওয়ায় নির্ঘুম রাত কাটছে নদী পাড়ের মানুষেরা। সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী নাসির উদ্দিন জানান, জেলার যমুনা নদীর পানি সকল পয়েন্টেই বেড়ে বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। আগামী ৪ সেপ্টেম্বর পর্যন্ত পানি বাড়ার কথা জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।
অন্যদিকে যমুনার নদীর সাথে পাল্টা দিয়ে জেলার অভ্যন্তরীণ নদ-নদী চলনবিল, ইছামতি, করতোয়া, ফুলজোড় ও বড়াল নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সিরাজগঞ্জ সদর, কাজিপুর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে।
