উল্লাপাড়া

উল্লাপাড়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

হস্পতিবার বিকেল ৫টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কে উল্লাপাড়া পৌরসভার চৌকিদহ ব্রিজের উপর বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ট্রাকের চালকসহ ৩ জনের অবস্থা গুরুতর।

আহতদেরকে উল্লাপাড়া ৩০ শয্যা হাসপাতালসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তবে আহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর কিছু সময় এই পথে যানবাহন চলাচল বন্ধ ছিলে

। উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার নাদির হোসেন জানান, মাছরাঙ্গা নামের যাত্রীবাহী বাসটি বগুড়া থেকে পাবনা যাচ্ছিল এবং ট্রাকটি যাচ্ছিল ঢাকার দিকে। চৌকিদহ ব্রিজের উপর এই দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়।

পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়ি দু’টি আটক করেছে। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার কাজে সহযোগিতা করেন।