উল্লাপাড়া

উল্লাপাড়ায় ৮ জন মাদক বিক্রায় ও সেবনকারী গ্রেফতার

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ইয়াবা, হেরোইনসহ মাদক বিক্রেতা ও মাদক সেবনকারী ৮ জনকে গ্রেফতার করেছে উলাপাড়া মডেল থানা পুলিশ । গত রাতে বিভিন্ন এলাকায় পুলিশ অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করা হয় ।

গ্রেফতার কৃতরা হলো- উপজেলার পার তেতুলিয়া গ্রামের সাবের হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৪), হবিবর রহমানের ছেলে শাহজাহান (৪৪), পুঠিয়া গ্রামের তফের আলীর ছেলে নুর মোহাম্মদ (৩৬), উল্লাপাড়া পৌর এলাকার ঝিকিড়া মহল্লার আবু বক্কার সিদ্দিকের ছেলে আতিকুল ইসলাম সেতু (৩০), শিবপুর গ্রামের হোসেন আলীর ছেলে জাহিদুল ইসলাম ( ৩৮), মমতাজ আলীর ছেলে আল মাহমুদ ( ৪৫), এনায়েতপুরের বলরাম বর্মণের ছেলে অমল হালদার (৩৫) ও উপজেলা বালসাবাড়ীর বাবর আলীর ছেলে আবু ওয়ায়েছকুরুণী ( ৩৫)। এদের কাছ থেকে ৪৭ পিচ ইয়াবা ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে পুলিশ ।

মডেল থানার এস আই আজিজ মন্ডল , এস আই আনোয়ার হোসেন , এ এস আই জাহাঙ্গীর ও এ এস আই আতিকুর গত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথকভাবে অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করেছেন বলে থানা সুত্রে জানা যায় ।

উল্লাপাড়া মডেল থানায় এদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে । বুধবার বিকেলে আদালতের মাধ্যমে এদেরকে সিরাজগঞ্জ জেলে পাঠানো হয়েছে ।