সারাদেশ

কুড়িগ্রামে নারী কেলেঙ্কারির অভিযোগে মসজিদের ইমাম গ্রেফতার

মোঃ বুলবুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ

কুড়িগ্রাম সদরের পৌরসভা এলাকার হরিকেশ কানিপাড়ায় তাবিজ-কবজ, ঝাঁড়ফুক করতে আসা নারীদের ফাঁদে ফেলে কেলেঙ্কারির অভিযোগে মোফাচ্ছের হোসেন সামসি (৪৫) নামের সাবেক ইমামকে আটক করেছে কুড়িগ্রাম সদর থানা পুলিশ ।

আটককৃত সাবেক ইমাম মোফাচ্ছের হোসেন সামসি (৪৫) উলিপুর উপজেলার তবকপুর ইউনিয়নের মৃত শামছুল হকের ছেলে। তিনি কুড়িগ্রাম পৌরসভার হরিকেশ কানিপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। কুড়িগ্রাম সদর থানার সেকেন্ড অফিসার এসআই প্রলয় বর্মা জানান, অভিযুক্ত সাবেক ইমাম কুড়িগ্রাম বড় মসজিদের ইমাম ছিলেন প্রতারণা এবং নারী কেলেঙ্কারির কারণে ইমামতির চাকরি চলে যায়।

গত ১৩ আগস্টে পৌরসভার হরিকেশ কানিপাড়ার এক মহিলাকে তার স্বামীকে বশে আনার জন্য তাবিজ কবজ দেওয়ার কথা বলে তার নির্জন ঘরে ঢুকে অশালীন আচরণ করে।

উক্ত অভিযোগ এর প্রেক্ষিতে তাকে ১৬ আগস্ট (সোমবার) রাতে গ্রেফতার করা হয়। এই আসামির বিরুদ্ধে বিভিন্ন নারীর সঙ্গে যৌন হয়রানিসহ প্রতারণার ব্যাপক অভিযোগ রয়েছে বলে স্থানীয় লোকজন নিশ্চিত করেন।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোঃ শাহরিয়ার জানান, অভিযুক্ত ইমাম দীর্ঘদিন থেকে ঝাড়ফুক, পানি পড়া ও তাবিজ-কবজ দেয়ার কথা বলে নারী কেলেঙ্কারি ও প্রতারণা করে আসছে যা তদন্তে সত্যতা মিলেছে। তাই লিখিত অভিযোগের ভিত্তিতে নারী শিশু আইনে মামলা রেকর্ড করে আজ মঙ্গলবার কোর্টে চালান করা হয়েছে।

উল্লেখ্য, মোফাচ্ছের হোসেন সামসি উক্ত মহিলা সাথে খারাপ ব্যবহার করার পর মহিলার স্বামী থানায় অভিযোগ করে। সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য ইমাম থানায় নিজেই আবার অভিযোগ করেন যে, মহিলার স্বামীসহ পরিবারের সবাই মাদক ব্যবসায়ী ও বিভিন্ন অপরাধমূলক কাজে লিপ্ত। তাদের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে কুড়িগ্রাম সদর থানা পুলিশ।

তদন্তে বেরিয়ে আসে ইমামের অসংখ্য নারী কেলেঙ্কারি, বিভিন্ন মাদ্রাসা/মসজিদে কোরআন শরীফ দানের টাকা তুলে কোরআন শরীফ না দেওয়া, হজ্জের যাওয়ার জন্য হাজীদের কাছ থেকেই টাকা নিয়ে আত্মসাৎ সহ বিভিন্ন অভিযোগ ।