সারাদেশ

টিআর কর্মসূচীর প্রকল্পের সভাপতির বিরুদ্ধে সিংহভাগই অর্থ আত্মসাতের অভিযোগ

তৌকির আহাম্মেদ হাসু,স্টাফ রিপোর্টারঃ:

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার মেয়র, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও)’র ও প্রকল্পের সভাপতির যোগসাজসে টিআর কর্মসূচীর ১৮টি প্রকল্পের ৬ লাখ ৯৯ হাজার ৭১০টাকার সিংহভাগই আত্মসাতের অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, সরিষাবাড়ী পৌরসভা ও স্থানীয় সূত্রে জানা গেছে,২০২০-২০২১ইং অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের গ্রামীন অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ (টিআর-অর্থ ) কর্মসূচীর আওতায় সরিষাবাড়ী পৌরসভার অনুকুলে তৃতীয় পর্যায় বরাদ্ধকৃত নগদ অর্থে ১৮টি প্রকল্পের জন্য ৬ লাখ ৯৯ হাজার ৭১০ টাকা বরাদ্ধ দেওয়া হয়।

বরাদ্ধকৃত অর্থ সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, প্রকল্পের সভাপতির যোগসাজসে পৌর এলাকার বিভিন্ন প্রতিষ্ঠান মসজিদ, মাদ্রাসা, মন্দির, রাস্তার উন্নয়ন করার নামে প্রকল্প দেখিয়ে কাজ না করে বরাদ্দের সিংহভাগ অর্থই আত্মসাত করা হয়েছে বলে স্থানীয়দের অভিযোগ।

গ্রামীন অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কর্মসূচীর প্রকল্পগুলো হল-সরিষাবাড়ী পৌরসভার ১নং ওয়ার্ডের সাতপোয়া পূর্বপাড়া মেইন রোড থেকে মুকুলের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা সংস্কার, ৩নং ওয়ার্ডের বলারদিয়ার কলম খার বাড়ি থেকে মেইন রোড পর্যন্ত মাটির রাস্তা, ২নং ওয়ার্ডের সামর্থবাড়ি গ্রামের বারেক পাগলার বাড়ি থেকে নুরুল দোকানদারের বাড়ি পর্যন্ত রাস্তা, ৩নং ওয়াডের মুলবাড়ি পূর্বপাড়া আমজাদ হোসেন দুদুর বাড়ি থেকে মেছেরের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা মেরামত, ৪নং ওয়াডের শিমলাবাজারের ইস্পাহানী এলাকার ডাঃ মারচেন্টের বাসার গলি ও জুয়েল মাষ্টারের বাসার গলি সংস্কার,লুইচ ড্রেফার্স মহামায়া দুর্গা মন্দিরে মাটি ভরাট,সরিষাবাড়ী কেন্দ্রীয় শ্মশানের উন্নয়ন, শিমলা আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসা উন্নয়ন, ৫নং ওয়াডের শিমলাপল্লী পূর্ব রেল লাইন থেকে চৌরাস্তার মোড় রাস্তা আরসিসি করণ,৬নং ওয়াডের কোনাবাড়ি উত্তরপাড়া জামে মসজিদের উন্নয়ন, কামরাবাদ রেললাইন থেকে ফজলুর বাড়ি পর্যন্ত মাটির রাস্তা সংস্তার,৪ নং ওয়ার্ডের সড়ক ও জনপথের মেইন রোড থেকে বাঙ্গালীপাড়া কাশেমের মেম্বারের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা, ৮নং ওয়ার্ডের বাউসী দক্ষিণপাড়া রেলষ্টেশন সড়ক থেকে বদি ফকিরের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা,৯ নং ওয়ার্ডের নাওগোলার আব্দুর হকের বাড়ি থেকে মজিদের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা, বাউসী চন্দনপুর হারুণের দোকান থেকে আব্বাস ফকিরের বাড়ি পর্যন্ত রাস্তা, ৭নং ওয়ার্ডের বাউসী বাজার হাফেজিয়া নূরানি মাদ্রাসা উন্নয়ন,৮নং ওয়ার্ডের বাউসী দক্ষিণপাড়া বিলাত রাজের মসজিদ উন্নয়ন।

প্রকল্প এলাকার জনসাধারনের সাথে সরেজমিনে কথা বলে জানান গেছে প্রকল্পের কাজ না করে প্রকল্পের বিপরীত বরাদ্ধকৃত অর্থ কাজ না করে সিংহভাগ আত্নসাৎ করা হয়েছে বলে স্থানীয়রা উল্লেখ করেন। ২নং ওয়ার্ডের সামর্থবাড়ি গ্রামের বারেক পাগলার বাড়ি থেকে নুরুল দোকানদারের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা সংস্কারের নামে প্রকল্পের সভাপতি পৌর কাউন্সিলর বদিউজামান উজ্জল ৩৫ হাজার টাকা উত্তোলন করেছেন স্বীকার করে বলেন, মাটি না পাওয়ায় সড়কের কাজ করা হয়নি। ১নং ওয়াডের সাতপোয়া পূর্বপাড়া মেইন রোড থেকে মুকুলের বাড়ি পর্যন্ত মাটির রাস্তা সংস্কারের নামে প্রকল্প সভাপতি কাজ না করে ৩৫ হাজার টাকা আত্নসাত করেছে।

সরেজমিনে স্থানীয় মুকুল মিয়ার কাছে জানতে চাইলে তিনি বলেন,আমার বাড়ির পাশের্বর রাস্তায় এক বছরেও কোন মাটি কাটা হয়নি। প্রকল্প সভাপতি পৌর কাউন্সিলর সুরুজ্জামান বলেন, টাকা উত্তোলন করে রেখেছি পরে কাজ করব। ৪নং ওয়ার্ডের শিমলাবাজারের ইস্পাহানী এলাকার ডাঃ মারসেন্টের বাসার গলি ও জুয়েল মাষ্টারের বাসার গলি সংস্কার প্রকল্পের নামে কাজ না করে ৩৫ হাজার টাকা আত্নসাত করা হয়। শিমলাবাজারের ইস্পাহানী এলাকার ডাঃ মারসেন্ট বলেন, আমরা নিজেদের অর্থে মাটি কেটেছি।

প্রকল্প সভাপতি স্থানীয় কাউন্সিলর আব্দুল হক তরফদার বলেন, ওরা মাটি কেটেছে তাদের টাকা দিয়ে দেয়া হবে। ৪নং ওয়ার্ডের লুইচ ড্রেফার্স মহামায়া দুর্গা মন্দিরে মাটি ভরাট প্রকল্পের নামে ৩৫ টাকা উত্তোলন করে আত্নসাত করা হয়। লুইচ ড্রেফার্স মহামায়া দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক নিপন সাহা বলেন, আমরা মন্দিরে কোন টাকা-পয়সা পাইনি।

সরিষাবাড়ী কেন্দ্রীয় শ্মশানের উন্নয়ন প্রকল্পের নামে ৪৩ হাজার ৫০০ টাকা বরাদ্ধ থাকলেও কেন্দ্রীয় শ্মশানের সভাপতি তাপস সরকার বলেন,কেন্দ্রীয় শ্মশানের নামে কোন টাকা আমরা পাইনি।৬নং ওয়ার্ডের কোনাবাড়ি উত্তরপাড়া জামে মসজিদের উন্নয়ন প্রকল্পের নামে ৩৫ হাজার বরাদ্ধ থাকলেও মসজিদের সভাপতি আব্দুস সালাম বলেন,আমরা মসজিদের নামে কোন বরাদ্ধ আমরা পাইনি।

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ূন কবীর বলেন, প্রকল্প সভাপতিরা টাকা উত্তোলন করেছে। প্রকল্পের কিছু কাজ করা হয়েছে। জানতে চাইলে সরিষাবাড়ী পৌরসভার মেয়র মনির উদ্দিন জানান, প্রকল্পের বিষয়ে আমার কোন বক্তব্য নেই। আমি কিছু জানিনা সব কিছু পিআইও জানে বলে উল্লেখ করেন তিনি।