উল্লাপাড়া

উল্লাপাড়ায় বাস ট্রাক সংঘর্ষ নিহত ১ আহত ৫

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কে উল্লাপাড়া উপজেলার দবিরগঞ্জ এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫ বাস যাত্রী। নিহত হেলপারের পরিচয়ন জানা যায়নি। তাকে হাসপাতালে নেবার পর তিনি মারা যান।

হাটিকুরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহজাহান আলী জানান, ঘটনার সময় নিউ রাজশাহী ডিলাক্স নামের একটি বাস ঢাকা থেকে রাজশাহী যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত যাত্রীদেরকে উদ্ধার করে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ দুর্ঘটনার সঙ্গে যুক্ত বাস ও ট্রাক আটক করেছে। তবে উভয় গাড়ির চালক পালিয়ে গেছে।