সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের আয়োজনে শেখ কামালের জন্মদিন পালন
নিজস্ব প্রতিবেদক ঃ
বৃহস্পতিবার, ৫ আগষ্ট সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের আয়োজনে শেখ কামালের জন্মদিন পালন সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের আয়োজনে শেখ কামালের জন্মদিন পালন সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের আয়োজনে শেখ কামালের ৭২তম জন্মদিন পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে এস এস রোডে সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যলয়ে জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব খোকার সভাপতিত্বে এই জন্মদিন অনুষ্ঠান পালিত হয়। জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল্লা বিন আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু ইফসুফ সুর্য,এ্যাডভোকেট বিমল কুমার দাস,এ্যাডভোকেট আব্দুর রহমান রানা,ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদার,যুগ্ন সাধারন সম্পাদক আব্দুল বারী সেখ,জেলা যুবলীগের সভাপতি রাশেদ ইফসুফ জুয়েল,কেন্দ্রীয় ছাত্রলীগের সহ সভাপতি রেজাউল করিম সুমন,আরিফুল ইসলাম আরিফ।
এসময় জেলা,উপজেলা এবং পৌর ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভাশেষে শহীদ শেখ কামালের বিদেহী আতœার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।