উল্লাপাড়ায় শেখ কামালের ৭২ তম জম্মবার্ষিকী পালিত
উল্লাপাড়া প্রতিনিধি ঃ মোঃ আব্দুস ছাত্তার
বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ক্রীয়া ও সংস্কৃতি সংগঠক বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭২তম জম্মবার্ষিকী উপলক্ষে উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শেখ কামাল এঁর প্রতিকৃতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না পুস্পস্তবক অর্পণ করেন । তবে উপজেলা আওয়ামিলীগ, ছাত্রলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন ।
উল্লাপাড়া পৌরসভার পক্ষ থেকে পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, কাউন্সিলর এস এম আমিরুল ইসলাম আরজু ও শাহ আলম পুষ্পস্তবক অর্পণ করেন ।
বৃহস্পতিবার ০৫ আগষ্ট রাষ্ট্রীয়ভাবে সারাদেশের ন্যায় উল্লাপাড়া উপজেলা প্রশাসন শেখ কামাল এঁর ৭২তম জম্মবার্ষিকীর সকল অনুষ্ঠান যথাযোগ্য র্মযাদায় পালন করেন।