কাজিপুর

কাজিপুরের মেয়র আব্দুল হান্নান তালুকদার কর্তৃক সাংবাদিককে হত্যার হুমকির প্রতিবাদে স্মারকলিপি প্রদান

সিরাজগঞ্জ প্রতিনিধি ঃ

দৈনিক সময়ের আলো ও দৈনিক আজকের সিরাজগঞ্জ প্রত্রিকার কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি গোলাম কিবরিয়া খানকে মোবাইল ফোনে হত্যার হুমকি ও সাংবাদিকদের সঙ্গে কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদারের অশালীন আচরণের প্রতিবাদে জেলা প্রশাসক ড. ফারুক আহম্মদ ও পুলিশ সুপার হাসিবুল আলম বিপিএম বরাবর স্মারকলিপি পেশ করেছে সিরাজগঞ্জ প্রেসক্লাব ।

বৃহস্পতিবার বেলা ১২ ঘটিকার সময় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ ও সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম সান্টুর, নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি পেশ করেন। এসময় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু সংক্ষিপ্ত বক্তব্য এ বলেন, কাজিপুর পৌরসভার মেয়র আব্দুল হান্নান তালুকদার আওয়ামীলীগের নেতার সুবাদে বঙ্গবন্ধুর আদর্শকে নস্যাৎ ও দলীয় ভাবমুর্তি নষ্ট করতে মানুষের সাথে অসৎ আচরণ শুরু করেছেন। তার এহেন কার্যকলাপ ও তার বিরুদ্ধে আইনী ব্যবস্থা না নেয়া হলে সিরাজগঞ্জের সাংবাদিকরা কঠোর আন্দোলনের হুসিয়ারী দেন।

স্মারকলিপি প্রদান কালে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক আব্দুল মজিদ, অর্থ সম্পাদক দিলীপ গৌর ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক রিংকু কুন্ডু, কার্যনির্বাহী সদস্য বাবু ইসলাম, ফেরদৌস রবিনসহ ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, স্থানীয় দৈনিক আজকের সিরাজগঞ্জ পত্রিকায় ও একটি অনলাইনে ‘কাজিপুরে কৃষি প্রণোদনার তালিকায় পৌর মেয়রের নাম’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। এ সংবাদের জের ধরে ওই দিন রাতে সাংবাদিকদের ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং প্রাণনাশের হুমকি দেন। ইতোমধ্যেই তার হুমকির অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।