সিরাজগঞ্জ

উন্নয়নের জন্য নৌকায় ভোট দি, এমপি মুন্না

মাকছুদা খাতুন সিরাজগঞ্জ॥

সিরাজগঞ্জের মানুষের উন্নয়নের জন্য রাস্তাঘাট, ড্রেন, ব্রিজ কালভার্ট, কাটাখালির খনন, পাসপোর্ট অফিস, মুক্তিযোদ্ধা ভবন ও মার্কেট সরকারী গ্রন্থাগার, রাসেল শিশু পার্ক নির্মাণ, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, মেরিন টেকনোলজি, সয়দাবাদে ইকনোমিক জোন, ৪০০ একর জমির উপর শিল্প পার্ক ও শহীদ এম মনসুর আলী মেডিক্যাল কলেজ সহ অনেক উন্নয়ন করা হয়েছে। এতে প্রায় সাড়ে ৫ লক্ষ লোকের কর্মসংস্থান হবে।

৪ কোটি ৬৭ লক্ষ টাকা ব্যয়ে সিরাজগঞ্জ বাসষ্ট্যান্ড নির্মানের জন্য বরাদ্ধ করা হয়েছে। আগামী সংসদ নির্বাচনের পূর্বে আরও কিছু উন্নয়ন হবে। উন্নয়ন করছি, উন্নয়নের স্বার্থে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান সিরাজগঞ্জ জেলা আওয়ামীগের সাধারণ সম্পাদক ও সদর কামারখন্দ আসনে এমপি অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না। ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের হিলফুযুল মর্ডান উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, পৌর এলাকার সয়াধানগড়ার দক্ষিণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন শুভ উদ্বোধন ও রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি কলেজের নতুন ভবনের শুভ উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুপুরে রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি কলেজের নবীন বরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মোঃ নুরুল ইসলাম ও অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন, কলেজের সভাপতি ও জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোস্তফা কামাল খান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিন, জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলহাজ্ব আনছার আলী। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়ার হোসেন ফারুক, সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক গাজী আব্দুস সাত্তার সিকদার, সদস্য সৈয়দ বেল্লাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি নুরুল ইসলাম সজল, জেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবীব খোকা প্রমূখ।

আনন্দঘন ও উৎসব মুখর পবিবেশে কলেজের শিক্ষার্থীরা বিভিন্ন ভাবে সেজেগুজে নবীনদের বরণ করে নেয়। পরে মনোমুগ্ধকর সংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। এসময় বিপুল সংখ্যক শিক্ষার্থী ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।