উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী রফিকুল নিহত
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী রফিকুল ইসলাম (২৮) নামের এক মটর সাইকেল চালক নিহত হয়েছে ।
জানা যায় নগরবাড়ি-বগুড়া মহা সড়কের উল্লাপাড়া উপজেলার জংলিপুর জোড়া ব্রীজের কাছে শুক্রবার সকাল ১০ টার দিকে ভ্যানের সাথে বারি খেয়ে মটর সাইকেল চালক রফিকুল ইসলাম ছিটকে পড়ে যায় । সংগে সংগে উল্লাপাড়া ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উল্লাপাড়া ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন । রফিকুল ইসলাম উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের নলসোন্দা গ্রামের আলহাজ্ব মোঃ রওশন আলীর ছেলে । সে শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অফিস সহকারী পদে চাকরি রত ছিলো ।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নাদির হোসেন জানান খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে দুর্ঘটনায় কবলিত রফিকুল ইসলামকে উদ্ধার করে উল্লাপাড়া ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন ।