তাড়াশে দৈনিক ইত্তেফাকের সাংবাদিক গোলাম মোস্তফার জন্মদিন পালিত
লুৎফর রহমান, তাড়াশ
(১ জুন) মঙ্গলবার দৈনিক ইত্তেফাকের তাড়াশ সংবাদদাতা ও তাড়াশ মডেল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফার জন্মদিন। এ দিন রাত ১২ টা বাজতেই সামাজিক যোগযোগ মাধ্যমে ও মোবাইল ফোনে তাকে শুভেচ্ছা ও ভালবাসা জানাতে থাকেন শুভাকাঙ্খী ও বন্ধুরা। সন্ধায় তাড়াশ মডেল প্রেসক্লাবের আয়োজনে কেক কাটা অনুষ্ঠিত হয়। জন্মদিনের ৩৫ বছরে তিনি ৩৫ পাউন্ডের কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন, মডেল প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও প্রবীন সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু, সহ-সভাপতি এম এ মাজিদ, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সহ- সাধারণ সম্পাদক শামীম হোসেন, দপ্ত সম্পাদক রুমান হোসেন উজ্জল, প্রচার সম্পাদক সাব্বির মির্জা, কোষাধ্যক্ষ রোকসানা খাতুন, সদস্য শায়লা পারভীনসহ সাংবাদিক পরিবারের আত্মীয়রা। পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।।