বাগবাটি ইছামতির ৪ মামলার প্রধান আসামি সন্ত্রাসী সালাউদ্দিন খান বাচ্চু অবশেষে আটক।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের বাগবাটি ইউনিয়নের ইছামতি গ্রামের ৪ মামলার প্রধান আসামি সন্ত্রাসী এলাকার ত্রাস ও সহজ সরল মানুষকে বিপাকে ফেলে আধিপত্য বিস্তারের মুল নায়ক সালাউদ্দিন খান বাচ্চুকে অবশেষপ পুলিশ আটক করেছে। রবিবার রাতে ছোনগাছা বাজার হতে সদর থানার পুলিশ তাকে আটক করেছেন। সালাউদ্দিন খান বাচ্চু ইছামতি গ্রামের মৃত আবু সাঈদ খানের ছেলে।
আটককৃত সালাউদ্দিন খান বাচ্চু দীর্ঘদিন এলাকায় আধিপত্য বিস্তারের জন্য একাধিকবার সহিংসতা সৃষ্টি করে সাধারন মানুষের রাতের ঘুম কেড়ে নেয়। তার পৈশাচিক নির্যাতনে ইছামতি ও রাজিবপুর গ্রামে দফায় দফায় সংঘর্ষের সৃষ্টি হয়। এতে এলাকার সহজ সরল মানুষের উপর নেমে আসে অন্ধকারের ছায়া। অঢেল অর্থের দাপটে এলাকায় ত্রাসের রাজত্ব গড়ে তোলার চেষ্টা করেন। এলাকার কতিপয় অসাধু ব্যক্তিদের সংর্স্পশ ও দলীয় নেতাকর্মীদের সমন্বয়ে দু-গ্রামের মধ্যে শুরু করেন ভিলেজ পলিটিক্স। তার পৈশাচিক নির্যাতনে শিকার হন এলাকার দু-শতাধিক সাধারন মানুষ। তাদের অত্যাচারে দুঃস্থ পরিবার সন্দেষ আলীর মেয়েকে বাড়িঘর থেকে উচ্ছেদের চেষ্টায় ঘরের নিচ থেকে বেকু দিয়ে মাটি কাটা হয়। মেয়েটি এলাকার মাতব্বর ও সদর থানায় একাধিকবার অভিযোগ করলেও সন্ত্রাসী সালাউদ্দিন খান বাচ্চুর অর্থের দাপটে ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবন যাপন করছেন।
গত ১১ এপ্রিল বাচ্চু গংদের অমানুষিক নির্যাতনে মারপিট বাড়ীঘর ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে। মারপিটে আহত হন মজিবর রহমানের ছেলে হায়দার আলী (৪৮), তার স্ত্রী শেফালী খাতুন (৪০), মজিদ প্রামানিকের ছেলে মাইদুল (৩০), মজিবর শেখের ছেলে আবু তালেব (৪০) সহ ১০জন। এর আগে ইছামতি গ্রমে তান্ডব নিলা চালায় বাচ্চুগংরা বাধা দিতে আসলে তাদের উপরে চালায় অমানসিক নির্যাতন, ভাংচুর ও লুটপাট। এতে প্রায় ৫০লক্ষ টাকার ক্ষতি হয়েছে। দীর্ঘতিন যাবত ইছামতি গ্রামে আবু সাঈদ খান তান্ডব চালিয়ে আসছিল। তিনি মারা যাবারপর তার ছেলেদের অত্যাচারে এলাকাবাসি অতিষ্ঠ।
প্রভাবশালী সাঈদ খানের পরিবার এলাকার নিরহ মানুষ গুলোকে অহেতুক নির্যাতন করে আসছে। এরই ধারাবাহিকতায় গতকাল সকালে বাচ্চুর পেটুয়া বাহিনী দ্বারা কয়েকটি বাড়ীতে হামলা ও লুটপাট করে। এসময় বাড়ীর অনন্ত ২০ জন আহত হয়। সিরাজগঞ্জ সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী বলেন, বাগবাটি ইউনিয়নের ইছামতি গ্রামে বাড়ীঘর ভাংচুরের ঘটনায় করা মামলায় মামলার প্রধান আসামীকে আটক করা হয়েছে। তাকে সোমবার আদালতে পাঠানো হবে। বাচ্চু ৪টি মামলার প্রধান আসামী।