উল্লাপাড়ায় বজ্রপাতে স্কুল ছাত্রী নিহত
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস সাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সোমবার সন্ধ্যায় বজ্রপাতে দশম শ্রেণীর এক স্কুল ছাত্রী মোহনা(১৬) নিহত হয়েছেন । সে উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়নের পশ্চিম কৃষ্টপুর গ্রামের মোশারফ হোসেনের মেয়ে ।
উপজেলার পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল আমিন সরকার জানান, সে পূর্ণিমাগাঁতী ইউনিয়নের পশ্চিম কৃষ্টপুর গ্রামের মোশারফ হোসেনের মেয়ে ও স্থানীয় উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী । সন্ধ্যার দিকে আকাশে মেঘ দেখে মোহনা বাড়ীর পাশে মাঠে ধান আনতে গেলে বজ্রপাতে সেখানেই তার মৃত্যু ঘটে৷