বেলকুচির এলএসডিতে অ্যাপের মাধ্যমে বোরো ধান-চাল সংগ্রহকালে জেলা খাদ্য নিয়ন্ত্রকের পরিদর্শন।
আজিজুর রহমান মুৃন্না, সিরাজগঞ্জ ঃ
বৃহস্পতিবার (২০মে) সকালে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা এলএসডিতে – বোরো- ২০২১ মৌসুমের ধান ও চাল সংগ্রহের সার্বিক অগ্রগতি ত্বরান্বিতকরণ, কৃষক অ্যাপের মাধ্যমে ধান সংগ্রহের অগ্রগতি ত্বরান্বিতকরণ, সংগৃহীত ধান ও চালের বিনির্দেশ মান ও প্রতিটি বস্তার যথাযথ স্টেনসিল পর্যবেক্ষণ এবং শ্রম ও হ্যান্ডলিং ঠিকাদার কর্তৃক নিয়োজিত লেবার সর্দারের সাথে হ্যান্ডলিং বিল সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করেন -জেলা খাদ্য নিয়ন্ত্রক মাহবুবুর রহমান ।
এছাড়াও তিনি কৃষকের অ্যাপের মাধ্যমে একজন কৃষকের নিকট হতে সংগৃহীত ২.০০০ টন ধানের মূল্য WQSC এর মাধ্যমে সংশ্লিষ্ট কৃষককে প্রদান করেন