তাড়াশে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও আটকের জন্য মানববন্ধন
লুৎফর রহমান তাড়াশ:
তাড়াশে স্থানীয় সাংবাদিকদের আয়োজনে তাড়াশ প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানবন্ধনে প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে নির্যাতন ও আটকের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে তাড়াশ প্রেসক্লাবের সামনে দৈনিক কালের কণ্ঠ ও মাইটিভির চলনবিল প্রতিনিধি সনাতন দাশের সভাপতিত্বে মানব বন্ধনে বক্তব্য রাখেন সাপ্তাহিক চলনবিল বার্তার সম্পাদক প্রবীণ সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু, সমকালের প্রতিনিধি এম আতিকুল ইসলাম বুলবুল, ইত্তেফাকের সংবাদদাতা গোলাম মোস্তফা, করতোয়ার প্রতিনিধি মেহেরুল ইসলাম বাদল, ভোরের কাগজের প্রতিনিধিএম মামুন হুসাইন, নয়া দিগন্তের লুৎফর রহমান, মানব জমিনের শফিউল হক বাবলু ও এশিয়ান টিভির প্রতিনিধি শামিউল হক শামীম, সময়ের আলোর প্রতিনিধি শায়লা পারভীন প্রমূখ।