শাহজাদপুরে ১০০ পরিবারের মাঝে নগদ অর্থ ও ঈদ সামগ্রী দিলেন পাড়কোলা যুব সমাজ
জহুরুল ইসলাম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
করোনা মহামারীতে কর্মহীন হয়ে পড়া অসহায় ১০০ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গোপনীয়তা রক্ষা করে প্রতি বছরেই অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ান পাড়কোলা যুব সমাজ। যুবকদের এমন উদ্যোগে ভূয়সী প্রশংসার করেন গ্রামের মানুষজন।
নগদ অর্থ সহায়তা ও ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, পাড়কোলা মহিলা দাখিল মাদ্রাসার সুপার মোঃ শরিফুল ইসলাম, শাহজাদপুর ইঞ্জিনিয়ারিং ইনিস্টিউটের পরিচালক মোঃ মুকুল হোসেন, গ্রাম ডাক্তার শাহাদাত হোসেন মাসুদ, মোঃ দুলাল হোসেন, আলমগীর হোসেন শেখ,আব্দুল মমিন জোয়াদ্দার, মঞ্জুর আহমেদ (মহর), মোঃ সেলিম রেজা, খোকন, সেকেন্দার,হেলাল, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শ্রী গণেশ, মোঃ মোতাহার হোসেন, হেলাল, নাজমুল, শাহাদাত সহ গ্রামের যুব সমাজের একাংশ।
মহিলা দাখিল মাদ্রাসার সুপার মোঃ শরিফুল ইসলাম জানান, করোনার প্রকোপে লকডাউনের ফলে গ্রামের কর্মহীন হয়ে পড়া এমনও অসহায় মানুষ আছেন যারা মুখ ফুটে কিছু বলতেও পারছেন না কেবল চক্ষু লজ্জায়। সেইসমস্ত অসহায় মানুষদের মাঝেই অত্যন্ত গোপনীয়তা রক্ষা করে অর্থ ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। ভবিষ্যতেও যুব সমাজ পাশে থাকবে ইনশাআল্লাহ।
অন্যদিকে, চলমান সংকটে এমন ঈদ উপহার সামগ্রী পেয়ে সংশ্লিষ্টদের প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কর্মহীন অসহায় মানুষেরা।