সিরাজগঞ্জে ২১ পিছ ককটেল সহ ২ কিশোর গ্রেফতার
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস সাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২১ পিছ ককটেল সহ ২ কিশোর মোঃ সোহাগ সরকার(১৭) ও মোঃ মঈনুল ইসলাম(১৮) কে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ।
থানা সুত্রে জানা যায়, উল্লাপাড়া উপজেলার মোহনপুর ইউনিয়নের চর বর্দ্ধনগাছা গ্রামের নজরুল সরকারের ছেলে সোহাগ ও মঈনুলের ছেলে আলিফ এর সাথে একই গ্রামের আব্দুলের ছেলে আলমগীর(২৫) এর সাথে দীর্ঘদিন ধরে গোলমাল চলে আসছে । আলমগীরকে ফাসানোর জন্য সোহাগ ও আলিফ যোগসাজশে ককটেল তৈরির পরিকল্পনা করে । পরিকল্পনা অনুযায়ী সরঞ্জাম সংগ্রহ করে ২১ টি ককটেল তৈরি করে । ওই ককটেল গুলো আলমগীরের বাড়িতে রেখে পুলিশকে খবর দিয়ে ধরিয়ে দেওয়ার পরিকল্পনা করে । মঙ্গলবার রাত ১২ টার দিকে ওই ২১ টি ককটেল আলমগীরের বাড়িতে রাখার জন্য নিয়ে যাচ্ছিল সোহাগ ও আলিফ । বিষয়টি টের পেয়ে গ্রামের লোকজন একই গ্রামের আরিফের বাড়ির সামনের রাস্তার মাঝে তাদের আটক করে । পরে গ্রামবাসী উল্লাপাড়া মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনার স্থান থেকে রাত ১ টার দিকে ২১ পিছ ককটেল সহ দুই কিশোর সোহাগ ও আলিফকে গ্রফতার করে । এরা অনেক আগে থেকেই ককটেল তৈরি করে বিভিন্ন স্থানে সরবরাহ করতো ।
এ ব্যাপারে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস জানান ২১ পিছ ককটেল সহ দুই কিশোর সোহাগ ও আলিফকে গ্রেফতার করা হয়েছে । এরা দুজন অনেক আগে থেকেই ককটেল তৈরি করে বিভিন্ন স্থানে সরবরাহ করে । এ ককটেল তৈরির সাথে আরো কয়েক জন জরিত আছে । তাদের গ্রেফতারের চেষ্টা চলছে ।