সিরাজগঞ্জে দরিদ্র কর্মহীন পরিবারের মাঝে খাদ্য ও হাইজিন সামগ্রী বিতরণ।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
জার্মানীর দাতা সংস্থা মুসলিম হেলফেন এর অর্থায়নে- বেসরকারী উন্নয়ন সংস্থা “সোশ্যাল এইড” বাংলাদেশের উদ্যোগে ও স্থানীয় গ্রামীণফ্রেন্ডস ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় – করোনাভাইরাস (কোভিড-১৯) এর কারণে- সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনানদীর তীরবর্তী বাহুকা ও কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়নের – দরিদ্র, দুঃস্থ, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে খাদ্য ও হাইজিন সামগ্রী বিতরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (৩ মে-২০২১)সকাল১১টার দিকে বাহুকায় এবং দুপুরে শুভগাছা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে – ওইসব ৫৫০ টি পরিবারের মধ্যে ৭ প্রকারের খাদ্য ও হাইজিন সামগ্রী বিতরণ করা হয়েছে।
সামাজিক দুরুত্ব করে, স্বাস্থ্য বিধিমেনে- উক্ত বিতরণ কার্যক্রমে উপস্থিত থেকে বিতরণ করেন, দাতা সংস্থার কো-অর্ডিনেটর ইসাহাক এম সোহেল, সোশ্যাল এইড এর উপদেষ্টা মোহাম্মদ আলী সোহেল, শুভগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান খোকা, গ্রামীণফ্রেন্ডস ফাউন্ডেশনের পরিচালক আব্দুস সালাম মামুন, স্থানীয় সমাজসেবক শাহাদত হোসেন, ইউপিসদস্যবৃন্দ ও স্থানীয় স্কুলের শিক্ষক বৃন্দরা । দরিদ্র, দুঃস্থ, অসহায় ও কর্মহীন মানুষগুলো খাদ্য ও হাইজিন সামগ্রী গুলো পেয়ে খুশিমনে বাড়ী ফিরছেন।