কামারখন্দে প্রধানমন্ত্রীর উপহার পেলেন ২০০দুস্থ ও অসহায় ব্যক্তি।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের কামারখন্দে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে কোভিড ১৯ সংক্রমণে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে উপহার বিতরণের আয়োজন করে উপজেলা প্রশাসন।
কোভিড ১৯ সংক্রমণে ক্ষতিগ্রস্ত উপজেলার দুস্থ ও অসহায় ২০০ ব্যক্তিদের মাঝে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ করা হয়।
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) নাজমুন নাহার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আয়েশা সিদ্দিকা প্রমুখ উপস্থিত ছিলেন।