উল্লাপাড়ায় নতুন জাত ব্রি-৮১ ধান কাটা শুরু
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সোমবার উপজেলা কৃষি বিভাগ থেকে ক্ষুদ্র কৃষক গ্রুপকে বিনামূল্যে দেওয়া বোরো ধানের নতুন জাত ব্রি- ৮১ ধান কৃষকেরা কাটতে শুরু করেছেন।
উপজেলা কৃষি বিভাগের কর্মকতাগণ সরেজমিনে মাঠে উপস্থিত হয়ে কৃষকদের ধান কাটা দেখেন। উপজেলার কয়ড়া ইউনিয়নের মিনারপাড়া গ্রামের ১৫ জন কৃষক নিয়ে ক্ষুদ্র কৃষক গ্রপ( এস এম ই) গঠন করা হয়েছে । এদের মধ্যে ৫ জন নারী কৃষক রয়েছে । বোরো ধান নতুন জাত ব্রি-৮১ বীজ এদেরকে বিনামূল্যে দেওয়া হয়।
উপজেলা কৃষি অফিসার সুবর্ণা ইয়াসমিন সুমী বেলা এগারােটার দিকে মিনারপাড়া মাঠে উপস্থিত হয়ে ধান কাটা দেখেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আসওয়াদ বিন খলিল রাহাত, উপ সহকারী কৃষি কর্মকতা গোলাম মোহাম্মদ , সদরুল আলম , সরোয়ার হোসেন প্রমুখ ।
