রায়গঞ্জ/সলঙ্গা

রায়গঞ্জের সেই ভন্ড কবিরাজ আলহাজ্ব উদ্দিন গাঁজা সহ আটক

নিজস্ব প্রতিবেদকঃ

রায়গঞ্জের সেই ভন্ড কবিরাজ আলহাজ্ব উদ্দিন শেখকে ৫’গ্রাম গাঁজা সহ আটক করেছে রায়গঞ্জ থানা পুলিশ। 

গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (২৪-এপ্রিল) বিকেলে রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) মোঃ মোস্তাফিজুর রহমান,সঙ্গীয় অফিসার এএসআই(নিঃ)মোঃ মশিউর রহমান, এএসআই (নিঃ) মোঃ বিপ্লব হোসেন, ও ফোর্সদের সহায়তায় রায়গঞ্জ থানা এলাকায় মাদক উদ্ধার/ওয়ারেন্ট তালিম ডিউটি করাকালে ৫০০(পাঁচশত)গ্রাম গাঁজা সহ তাকে আটক করা হয়েছে। 

আটক আলহাজ উদ্দিন শেখ (৪২) উপজেলার ঝাপড়া কালিচরণ এলাকার মৃত গোলাম হোসেনের পুত্র। 

রায়গঞ্জ থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, “আটক আলহাজ্ব উদ্দিন শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্ররণ করা হয়েছে।