সিরাজগঞ্জে পৌরসভার জনপ্রিয় কাউন্সিল’র আরজু গ্রেপ্তার !
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ পৌরসভার মিরপুর ১৫ নং ওয়ার্ডের পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আলার ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় পৌর কাউন্সিলর আরজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২৫ এপ্রিল) দুপুরে সদর উপজেলার কড্ডার মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মোঃ আরজু মিরপুর এলাকার মৃত হযরত আলীর ছেলে। তিনি সিরাজগঞ্জ পৌরসভার ১৫নং ওয়ার্ডের কাউন্সিলর ও জেলা বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির সড়ক সম্পাদক। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, দুটি মামলায় আজ দুপুরে পৌর কাউন্সিলর আরজুকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয় ।
প্রসঙ্গত, গত ১ এপ্রিল সিরাজগঞ্জ পৌর এলাকার ১৫ নং ওয়ার্ড পঞ্চায়েত কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাংস্কৃতিক কর্মী আলাউদ্দিন আলার ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ কাউন্সিলর আরজুসহ তার সহযোগীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়। এরপর ৬ এপ্রিল ওই মামলার সাক্ষী শহিদুল ইসলামকে রাতের অন্ধকারে কুপিয়ে আহত করার ঘটনায় কাউন্সিলর আরজুসহ তার সহযোগীদের বিরুদ্ধে আরও একটি মামলা হয়।