রায়গঞ্জে নব নির্মিত নারী,শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স উদ্বোধন ও বিশেষ অপরাধ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ
রায়গঞ্জে নব নির্মিত নারী,শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেক্স উদ্বোধন ও বিশেষ অপরাধ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২-এপ্রিল) সকালে রায়গঞ্জ থানা কর্তৃক আয়োজিত বিশেষ অপরাধ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার হাসিবুল আলম, বিপিএম।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন,অতিরিক্ত পুলিশ সুপার রায়গঞ্জ সার্কেল ইমরান রহমান, অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম,পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকেরিয়া হোসেন সহ রায়গঞ্জ থানার অফিসার ফোর্স।
উক্ত সভার পূর্বে রায়গঞ্জ থানার নব নির্মিত নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এর শুভ উদ্বোধন পুলিশ সুপার।
এছাড়াও তিনি রায়গঞ্জ থানা মসজিদের সংস্কার কাজের শুভ উদ্বোধন শেষে থানা ব্যারাক পরিদর্শন করেন। বিশেষ অপরাধ সভায় মুলতবী মামলা সংক্রান্তে তদন্তকারী কর্মকর্তাদের সহিত মতবিনিময় করেন এবং মামলা তদন্তের বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করেন।