সিরাজগঞ্জ শাহজাদপুরে বজ্রপাতে ঋণের টাকায় কেনা ২ গরুর মৃত্যু ।
আজিজুর রহমান মুন্না, সিরাজ গঞ্জঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে চরবেতকান্দি গ্রামে কালবৈশাখী ঝড়ের বজ্রপাতে ২টি গরুর মৃত্যু হয়েছে। ঋণ নিয়ে কেনা গরু দুটির মৃত্যুতে অসহায় কৃষক পরিবারে চলছে আহাজারি। বুধবার (২১ এপ্রিল) রাত সাড়ে ৯ টার দিকে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার চরবেতকান্দি গ্রামের এ ঘটনা ঘটে। ষাড় দুটি আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা।
ফরিদ হোসেন জানান, তিনি অন্যর জমিতে দিনমজুর শ্রমিক হিসেবে কাজ করতেন। চলতি বছরে এনজিও থেকে ৬৫ হাজার লোন নিয়ে আর সঞ্চিত কিছু টাকা দিয়ে ৭৪ হাজার টাকা দিয়ে ষাঁড় গরু দুটো কেনেন। সন্ধ্যা থেকে হঠাৎ করেই আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে প্রবল বৃষ্টি শুরু হয়। বুধবার রাত সাড়ে ৯টার দিকে বিকট শব্দ হয়৷
এ সময় তারা গোয়াল ঘরে ঢুকে দেখতে পান দুটি গরু ঝলসে গিয়ে মাটিতে পড়ে আছে। আশেপাশে লোকজন দ্রুত আসলেও তার আগেই একটি গরু মারা যায়। অন্য কালো ষাঁড়টি নড়াচড়া করতে করতেই কিছুক্ষণ পর মারা যায়। এদিকে ঘটনার পর থেকে ফরিদের স্ত্রী মমতা কান্নাকাটি করছেন। কিভাবে কিস্তির টাকা পরিশোধ করবেন।
অন্যদিকে তার ছেলে কিডনি রোগে আক্রান্ত। সব মিলিয়ে একটি পরিবারের স্বপ্ন শেষ হয়ে গেলো। এখন যদি কোন সহৃদয়বান ব্যক্তি এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ান তাহলে আবারও ঘুরে দাঁড়াতে পারবে ফরিদ হোসেন, পরিশোধ করতে পারবে কিস্তির টাকা।