রতনকান্দি হাটে মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি!
নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার ঐতিহ্যবাহী রতনকান্দি হাটে ক্রেতা-বিক্রেতা কেউই স্বাস্থ্যবিধি মানছে না। এতে করোনার সংক্রমণ আরও বাড়তে পারে বলে ধারণা করছে স্থানীয় সচেতন মহল। সপ্তাহের প্রতি বুধবারে বসা এ হাটে ব্যাপক লোকসমাগম হয়। করোনা ভাইরাস সংক্রমণের তীব্রতা বেড়ে যাওয়ার সবকিছু সীমিত পরিসরে করার কথা থাকলেও দূরদুরান্ত হতে কয়েক’শ গরু,ছাগল, মহিষ আনা হয়েছে বিক্রির জন্য। এসব গরু,ছাগল,মহিষের চারপাশে কয়েক’শ ক্রেতা-বিক্রেতার জটলা। এদের অধিকাংশের মুখেই মাস্ক নেই। কেউই সামাজিক দূরত্ব মানছেন না। পশুর হাটে এভাবে অবাধে ঘুরে বেড়ানোর কারণে করোনা ভাইরাসের সংক্রমণ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সরজমিন গিয়ে দেখা যায়, সেখানে ছোট, মাঝারি ও বড় আকারের শতাধিক গরু বিক্রির জন্য সাজিয়েছেন বিক্রেতারা। ক্রেতারা কোনো সামাজিক দূরত্ব না মেনেই গায়ের সঙ্গে গা লাগিয়ে দরাদরি করছেন। অধিকাংশ ক্রেতা-বিক্রেতারই মুখে মাস্ক নেই। কয়েকজন ক্রেতাকে হাত ধরাধরি করে ঘোরাফেরা করতেও দেখা গেছে। হাটের ইজারাদার মিন্টু বলেন, আমারা হাট কমিটির পক্ষ থেকে বারবার মাইক দিয়ে সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলতে বলেছি। যদি তার পরেও কেউ না মানে আমাদের কিছুই করার নেই। ওই হাটের দায়িত্বে থাকা মিলন কাজী বলেন, রতনকান্দি হাটে প্রতি সপ্তাহের বুধবারে বসানো হয়। প্রতিহাটে প্রায় তিন শতাধিক গরু-ছাগল বিক্রি হয়। করোনার কারণে এবারের পরিস্থিতি ভিন্ন। গরু-ছাগল বিক্রির পরিমান কিছুটা কম।
এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ বলেন, হাটে ক্রেতা-বিক্রেতাদের স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দেওয়া হয়েছে। এ ব্যাপারে তদারকি জোরদার করা হবে। নিয়ম না মানলে ব্যবস্থা নেওয়া হবে।