সলঙ্গায় গোয়াল ঘরের আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু !
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানায় গোয়াল ঘরের আগুন নেভাতে গিয়ে দগ্ধ হয়ে নজরুল ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ অগ্নিকাণ্ডে একটি গরুও পুড়ে মারা গেছে। পুড়ে ছাই হয়ে গেছে মালপত্রসহ টিনের দু’টি ঘর।
সোমবার (১৯ এপ্রিল) ভোরে সলঙ্গার ফেউকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নজরুল ইসলাম ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে কয়েলের আগুন থেকে নজরুলদের গোয়াল ঘরে আগুন লাগে। টের পেয়ে গোয়াল ঘরে ঢুকে দু’টি গরুর একটি বের করেন। এরপর আরেকটি গরু বের করতে গিয়ে নজরুল দগ্ধ হয়ে মারা যান। এসময় একটি গরু আগুনে পুড়ে মারা যায়।
সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, খবর পেয়ে পার্শ্ববর্তী লোকজনের সহযোগিতায় উল্লাপাড়া ফায়ার সার্ভিসের কর্মী ও সলঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। কিন্তু তার আগেই নজরুল পুড়ে মারা যান। সেই সঙ্গে পুড়ে মারা যায় একটি গরু। আর গোয়াল ঘরসহ টিনের দু’টি ঘর ও ঘরে থাকা মালপত্র সম্পূর্ণ পুড়ে যায়। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারকে দাফনের অনুমতি দেওয়া হয়েছে।