উল্লাপাড়া

উল্লাপাড়ায় গ্যাস ট্যাবলেট পানে আত্মহত্যা

উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় নববধূ গ্রাম শালিসে অপমানিত হয়ে শুক্রবার রাতে গ্যাস ট্যাবলেট পান করে বাবার বাড়িতে আত্মহত্যা করেছে । পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাডপাতালে মর্গে পাঠিয়েছে । এলাকা বাসী জানায় উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের বাবলিদহ গ্রামের দিনমজুর মোঃ বরাত আলীর মেয়ে শিরিনা খাতুন(১৮) এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে উপজেলার মোহনপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের ফজলু সরদারের ছেলে মোঃ রোকোন সরদারের সাথে ।

শুক্রবার সকালে শিরিনা ও রোকোন বাবলিদহ গ্রামে রাস্তার মাঝে কথা বলা দেখে গ্রামের কতিপয় লোকজন তাদের আটক করে শালিস করে তাদের ছেড়ে দেয় । শিরিনা বাবার বাড়িতে এসে লজ্জায় রাগে-খোপে শুক্রবার রাত ৯ টার দিকে গ্যাস ট্যাবলেট পান করে আত্মহত্যা করে । এলাকা বাসী জানায় গত ৬ মাস আগে উপজেলার মোহনপুর ইউনিয়নের আগমোহনপুর গ্রামের মৃত্যু রব্বানির বাগ প্রতিবন্ধী ছেলে আলামিন হোসেনের সাথে বিয়ে হয় । সে ৩ মাসের অন্তঃসত্ত্বা ছিলো এবং কয়েক দিন আগে বাবার বাড়িতে বেড়াতে এসেছে ।