তাড়াশে মুজিববর্ষের উপহার আশ্রয়ন প্রকল্পের ঘরের জন্য ৬০ হাজার টাকা চাঁদা দাবী।
লুৎফর রহমান ,তাড়াশ:
সিরাজগঞ্জের তাড়াশে মুজিববর্ষের উপহার আশ্রয়ন প্রকল্পের ঘরের জন্য ৬০ হাজার টাকা চাঁদা দাবী করেছে নওগাঁ ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য লতা আকতার ও ২নং ওর্য়ার্ডের ইউপি সদস্য আব্দুল খালেক। পরিত্রান পেতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন রোজিনা খাতুন ও নুরুল ইসলাম। জমি আছে ঘর নেই, তার নিজ জমিতে গৃহ নির্মাণ আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় উপজেলায় ১৫২টি ঘর নির্মান হয়। সেই সুবাদে উপজেলার নওগাঁ ইউনিয়নের বেশ কয়েকটি ঘর নির্মান করে দেন উপজেলা প্রশাসন। সেই সুবাধে নওগাঁ ইউনিয়নের পংরৌহালী গ্রামের দুটি ঘর করা হয়।
নির্মানের পর থেকেই রোজিনা খাতুন ও নুরুল ইসলামের কাছে সংরক্ষিত নারী সদস্য লতা আকতার ও ২নং ওর্য়ার্ডের ইউপি সদস্য আব্দুল খালেক জন প্রতি তিশ হাজার টাকা চাঁদা দাবি করে ।
লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, তাড়াশ উপজেলার নওগাঁ ইউনিয়নের পংরৌহালী গ্রামের জাবেদ আলীর মেয়ে ও মৃত কোরবান আলীর ছেলে নুরুল ইসলামকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় সরকারী ভাবে ঘর নির্মান করেন দেন উপজেলা প্রশাসন। ঘর হস্তান্তর করার পর থেকে নওগাঁ ইউনিয়নের ১.২.৩ নং ওয়ার্ডের নারী সদস্য লতা আকতার ও ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল খালেক রজিনা খাতুন ও নরুল ইসলামের কাছে বিভিন্ন সময় ৩০ হাজার টাকা চাদাঁ দাবি করেন। চাঁদাদাবিকৃত টাকা না দিলে ঘর ভাঙ্গার হুমকী দেন। সেই সাথে মিথ্যা মামলাসহ নানা ধরনের হয়রানী করে আসছে।
এ বিষয়ে অভিযুক্ত ১.২.৩ নং ওয়ার্ডের নারী সদস্য লতা আকতার জানান, উপজেলা প্রশাসন নির্মান করেছে। আমাদের হাতে ঘর নির্মান হয়নি। মুলত আমাদের সাথে জমি নিয়ে বিরোধ রয়েছে এনিয়ে আমারা আদালতে মামলা দায়ের করেছি। মামলা দায়েরের পর থেকে আমার উপরে এমন অভিযোগ করেছে।
অভিযুক্ত ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক জানান, আমি ২ নং ওয়ার্ডের সদস্য ঘর নির্মান হয়েছে ৩ নং ওয়ার্ডে পংরৌহালী গ্রামে। আমার সাথে নারী সদস্য লতা আকতারের সাথে ভাল সর্ম্পক তার জন্য আমার বিরুদ্ধেও চাদাঁর অভিযোগ করেছে।
এ প্রসঙ্গে তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল করিম জানান, দুইটি লিখিত অভিযোগ পেয়েছি। লকডাউনের পর তদন্ত করা হবে। যদি সত্যতা পাওয়া যায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।