কুড়িগ্রামে লকডাউন কঠোরভাবে পালনে জেলা প্রশাসনের বৈঠক
মোঃবুলবুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রামে করোনা সংক্রমণ ঠেকাতে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সাথে বৈঠক করেছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে কুড়িগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন থেকে লকডাউন কঠোরভাবে পালন করতে সরকারি নির্দেশনা মেনে চলতে আহবান জানানো হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. রুহুল আমিন, পৌর মেয়র কাজিউল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এডভোকেট আহসান হাবীব নীলু, অধ্যক্ষ নুর বখত প্রমুখ।
বৈঠকে বণিক সমিতি, হাট-বাজার কমিটি, মটর মালিক ও শ্রমিক ইউনিয়ন, হোটেল মালিক ও শ্রমিক ইউনিয়ন, কুলি শ্রমিক, মসজিদ কমিটির প্রতিনিধি, মুক্তিযোদ্ধা, শিক্ষক, গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।