সিরাজগঞ্জে অগ্নিকান্ডে আড়াই লাখ টাকার ক্ষতি, কোরআন শরিফের একটি হরফও পোড়েনি
উল্লাপাড়া প্রতিনিধি ঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অগ্নিকান্তে একই পরিবারের প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে । ঘরে রক্ষিত কোর আন শরিফের একটি হরফ আগুনে পুড়েনি । এ অগ্নিকান্ডে ২ জন আহত হয়েছে । তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
জানা যায় শুক্রবার রাতে উল্লাপাড়া সদর ইউনিয়নের দড়িপারা গ্রামের আব্দুল মমিন মিয়ার বাড়িতে হঠাৎ করে অগুন লাগে । মুহুর্তের মধ্যে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ে । আগুন নেভাতে গ্রামবাসী এগিয়ে আসে । আগুন নেভাতে না পেরে উল্লাপাড়া ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয় । ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘন্টা চেষ্টার পর আগুন নেভাতে সক্ষম হয় ।
এ অগ্নিকান্ডে বাড়ির তিনটি ঘর ও ঘরে রক্ষিত নগত ২০ হাজার টাকা সহ খাদ্য সামগ্রী ও আসভাবপত্র পুড়ে যায় । তবে ঘরে রক্ষিত পবিত্র কোরআন শরিফ এর একটি হরফ আগুনে পুড়েনি । আগুন নেভাতে গিয়ে আব্দুল মমিনের স্ত্রী মনিজা খাতুন ও ছেলে আতিকুল গুরুতর আহত হয় । তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করা হয়েছে ।
উল্লাপাড়া ফায়ার সার্ভিসের ষ্টশন মাস্টার মোঃ নাদির হোসেন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে যাই । আগুন দ্রুত নেভাতে সক্ষম হই । এ অগিকান্ডে প্রায় আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে ।
