সিরাজগঞ্জে কিশোরী ধর্ষণ ও ধর্ষণ চেষ্টা মামলায় ২ জন গ্রেফতার
উল্লাপাড়া প্রতিনিধিঃ মোঃ আব্দুস ছাত্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একই দিনে দুই কিশোরী ধর্ষণ ও ধর্ষণ চেষ্টা মামলায় কিশোর রিয়াজুল ইসলাম (১৭) ও কিশোর আসিফ হাসান(১১)কে গ্রেফতার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় তাদের নিজ নিজ বাড়ী থেকে তাদেরকে গ্রেফতার করা হয় । গ্রেফতারকৃত ধর্ষক কিশোর রিয়াজুল ইসলাম পৌর শহরের রতন কাওয়াক গ্রামের হয়রত আলীর ছেলে। অপর জন আসিফ হাসান উপজেলার দূর্গানগর ইউনিয়নের ক্ষুদ্রমনোহরা গ্রামের মাজেদ সরকারের ছেলে ।
মামলা সুত্রে জানা যায়, বুধবার বিকেলের দিকে রতন কাওয়াক গ্রামের আব্দুল রাজ্জাকের ১৭ বছর বয়সী মেয়ে বাড়ীর পাশে রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় ধর্ষক রিয়াজুল ইসলাম সি,এন,জিতে জোর পূর্বক তুলে নিয়ে তার বাসায় কিশোরীকে জোরপূর্ক ধর্ষণ করে। এ সময় কিশোরীর আত্মচিিৎকারে আশে পাশের লোক এগিয়ে আসলে ধর্ষক পালিয়ে যায়। কিশোরীর বাবা হযরত আলী বাদি হয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় উল্লাপাড়া মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। অপর দিকে ক্ষদ্রমনোহরা গ্রামের এরশাদ আলীর ৬ বছর বয়সী কিশোরী মেয়ে বুধবার বিকেলে ক্ষুদ্রমনোহরা স্কুল মাঠে খেলতে গেলে আসিফ হাসান কিশোরীকে ধরে নিয়ে জোরপূর্বক স্কুল কক্ষে ধর্ষণের চেষ্টা করে । এ সময় মেয়েটির চিৎকারে এলাকা বাসী এগিয়ে এলে আসিফ পালিয়ে যায় । কিশোরীর বাবা এরশাদ আলী বাদি হয়ে বৃহস্পতিবার উল্লাপাড়া মডেল থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা দায়ের করেছে ।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দীপক কুমার দাস বলেন,ধর্ষন ও ধর্ষণ চেষ্টা মামলায় অভিযুক্ত রিয়াজুল ইসলাম ও আসিফ হাসানকে গ্রেফতার করে সিরাজগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।