উল্লাপাড়ায় করোনা প্রতিরোধ উপকরণ বিতরণ
উল্লাপাড়া প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনা প্রতিরোধ উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সলপ ইউনিয়ন পরিষদ চত্বরে ৫শ জনের মধ্যে হাত ধোয়া সাবান, ব্লিচিং পাউডার, হ্যান্ড স্যানিটাইজার, বিতরণ করা হয়েছে। এর আগে সলপ ইউপি চেয়ারম্যান শওকাত ওসমানের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মাহবুব ভূঁইয়া,সলপ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী এহসানুল হক সন্টু,সাংবাদিক রিটু বাবু প্রমূখ।
এলজিএসপি-৩ এর অর্থায়নে ১৫০ এবং সলপ ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত অর্থে ৩৫০ জন সহ মোট ৫শ জন কে করোনা ভাইরাস সংক্রমণ রোধে এই উপকরণ গুলো দেওয়া হয়।