তাড়াশে সাপের কামড়ে সাপুড়ের মৃত্য
তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতাঃ
সিরাজগঞ্জের তাড়াশে সাপের কামড়ে জিল্লুর (৪৮) নামের এক সাপুড়ে মারা গেছেন। জিল্লুর রহমান উপজেলার তালম ইউনিয়নে উপর সিলেট গ্রামে মৃত ছকির উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানান, মঙ্গলবার দুপুরে তিনি পার্শ্ববর্তী খাশপাড়া গ্রামের কালাম হোসেনের বাড়িতে সাপ ধরতে যান। কালামের ঘরের মাটি খুঁড়ে বিষধর সাপ ধরেন। সাপটি ধরে বস্তা ভরার সময় হাতে ছোবল দেয়। কিছুক্ষণ পর তিনি অসুস্থ হয়ে পড়লে এলাকাবাসী তাঁকে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাঁর মৃত্যু হয়। জিল্লুরের রহমানের আপন বড় ভাই মাওলানা জয়নুল আবেদিন ্বলেন সাপ ধরা তাঁর নেশা ছিল। তার মৃত্যুর বিষয়টি ও তিনি নিশ্চিত করেছেন।