সিরাজগঞ্জে যমুনানদীতে জাটকা সংরক্ষণ সুসজ্জিত নৌকা প্রচারণা।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
“মুজিব বর্ষে শপথ নেবো, জাটকা নয় ইলিশ খাবো”। জাটকা সংরক্ষণ সপ্তাহ- ৪ হতে ১০ এপ্রিল-২০২১ উপলক্ষে দ্বিতীয় দিনে সুসজ্জিত নৌকাযোগে প্রচারণা চলছে।
সোমবার ( ৫ এপ্রিল) সকালে সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনানদীতে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হতে বঙ্গবন্ধু যমুনাসেতু আবার সেখান হতে পাঁচঠাকুরী পর্যন্ত সুসজ্জিত নৌকাযােগে প্রচারণা করা হয়েছে। মৎস্য অধিদপ্তর সিরাজগঞ্জের উদ্যোগে এবং “ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা” প্রকল্পের আওতায় – উক্ত জাটকা সংরক্ষক সপ্তাহ সুসজ্জিত নৌকাযোগে প্রচারণা কার্যক্রমে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাহেদ আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আনোয়ার পারভেজ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, সিরাজগঞ্জ মৎস্য অধিদপ্তর, ও সদর সিরাজগঞ্জের কর্মকর্তা -কর্মচারীবৃন্দরা।