প্রকাশিত সংবাদের প্রতিবাদ
গত ৫ এপ্রিল’২১ তারিখে দৈনিক যমুনা প্রবাহ পত্রিকা এবং অন লাইন পোর্টালে “বাড়ির প্রবেশ পথে দেয়াল ঃ ৪ বছর ধরে অবরুদ্ধ তাড়াশের কয়েকটি পরিবার” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদে যে তথ্য উপস্থাপন করা তাহা সম্পূর্ন মিথ্যা, বানোয়াট, কাল্পনিক, উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন।
আসল ঘটনা হলো, অভিযোগকারী দীলিপ সিংহ ও বিপুল সিংহ গং পারিবারিক ভাবে অসামাজিক। হিন্দু সম্প্রদায়ের সার্বজনীন কোন ধর্মীয় অনুষ্ঠানে অংশ গ্রহন করে না। সমাজের কোন মানুষের সাথে সম্পর্ক্য নেই। তারা পরিবারের সবাই উগ্র ও বদমেজাজী। ঘোষ পাড়ার কালীমাতা ও দূর্গামন্দিরটি আজ থেকে ৩-৪ বছর আগে প্রতিষ্ঠিত। অথচ সেই সময় তার পরিবারের দান ধ্যান করার মতো কোন অবস্থাই ছিল না।
অথচ প্রকাশিত সংবাদে নিজেকে ওই মন্দিরের প্রতিষ্ঠাতা বলে দাবী করেছেন। শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দিরে ক্যাসিয়ার থেকে অব্যহতি পেয়ে ছিলেন উগ্রতা, বদমেজাজ ও সামাজিক নিয়ম-নীতি না মানার কারণে। বেশ কয়েক বছর আগে তার ছোট ছেলে বিকাশ সিংহ ওই ঘটনার জের ধরে রাস্তায় তপন গোস্বামীর সাথে অসৎ আচরণ করায় মি. গোস্বামী তাড়াশ থানায় অভিযোগ দেন।
তৎপর স্থানীয় গন্যমান্য ব্যাক্তিগণ বিষয়টি লইয়া একটি শালীসি সভার মাধ্যামে বিকাশ সিংহকে অপরাধি বলিয়া ঘোষনা দিয়ে মিমাংসা করে দেন। সে প্রেক্ষিতে তপন গোস্বামী তার অভিযোগ পত্র থানা থেকে প্রত্যাহার করে নেন। আলোচিত মন্দিরটি তাড়াশ ঘোষ পাড়ায় অবস্থিত। সকল বিষয়ের সিদ্ধান্ত উক্ত মন্দির কমিটি নিয়ে থাকেন। ওই কমিটিতে তপর গোস্বামীর কোন সদস্য পদ নাই। অতএব, প্রাচীর সংক্রান্ত বিষয়ে তার নাম জড়িয়ে সংবাদ পরিবেশন করার বিশেষ ভাবে উদ্দেশ্য প্রনোদিত।
তাছাড়া অভিযোগকারীগণ তাড়াশ পূঁজা উদযাপন পরিষদ বরাবর কোন অভিযোগ পত্র এ যাবৎ কোনদিন দাখিল করেনি। জেলা কমিটির একটি প্রতিনিধি দল সরেজমিনে তদন্তে আসলে অনেক মানুষের মধ্যে দীলিপ সিংহ ও বিপুল সিংহ তাদের স্বভাব জাত বদমেজাজ ও উগ্রতা দেখালে সেখানে গ্রামবাসির সাথে চরম উত্তেজনার সৃষ্টি হয়।
এ প্রেক্ষিতে জেলা কমিটির নেতৃবৃন্দ অসন্তোষ্টী হয়ে ফিরে যান। প্রকাশিত সংবাদে কয়েকটি পরিবার অবরুদ্ধ তাহা মিথ্যা ও বানোয়াট। সংবাদে যাদের সাক্ষাৎকার হিসেবে নাম দেয়া হয়েছে তারাও এ বিষয়টি অবগত নহে। বরং দীলিপ সিংহ তার বাড়ির দক্ষিণ পাশে সীমানা প্রাচীর দিয়ে পাড়ার প্রায় ৪০ ঘর মানুষের যাতায়াতের পথ সংকুলান করায় ওই রাস্তা দিয়ে কোন যান বাহন চলাচল করতে পারে না। বিষয়টি সম্পূর্ন হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানকে নিয়ে। সেখানে রাজনৈতিক পরিচয় তুলে ধরাটাও উদ্দেশ্য প্রনোদিত। সর্বপরি ঈর্ষান্বিত হয়ে সংবাদে প্রতিবেদককে মিথ্যা তথ্য দিয়ে আমাদের সংগঠনের সভাপতি তপন গোস্বামীকে জড়িত করা এবং আমাদের জেলা পূঁজা উদযাপন কমিটির সভাপতি মহোদয় সন্তোষ কুমার কানুর সম্মান হানী এবং সামাজিক ভাবে হেয় করার সামিল।
আমরা ওই মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন,উদ্দেশ্য প্রনোদিত ও্ কাল্পনিক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রতিবাদকারী, সভাপতি, তপন গোস্বামী সাধারণ সম্পাদক আনন্দ কুমার ঘোষ সাংগঠনিক সম্পাদক মানিক রায় তাড়াশ উপজেলা পূঁজা উদযাপন পরিষদ, তাড়াশ, সিরাজগঞ্জ।